Posts

Showing posts from 2016

বৃষ্টিস্নাত সকাল.

বৃষ্টিভেজা তোমার মনে আমি কি আর আছি? প্রহসনের উন্মাদনায় সাপের মতোই নাচি....!! ‪#‎ আহঃ_বৃষ্টি‬

কেঁচো খুঁড়তে সাপ!!

কেঁচো খুঁড়তে গিয়ে একেবারে এনাকোন্ডা বেরিয়ে আসছে। মাস্টারমাইন্ড হাসনাত করিম আর বিদেশী জামাই ডেবিড বার্গম্যানকে এখনো জামাই আদর!! আজরাইল এবং আমাদের প্রশাসন এখনো এদের প্রতি এতো সদয় কেন? এদের পশ্চাৎদেশে ম্যাসেজিং এপস উইকার ও থ্রিমা এই দুটি ডাউনলোড দিয়েই তাদের জিজ্ঞাসাবাদ করে নারায়ণগঞ্জ র‍্যাবের কাছে হস্তান্তর করা হউক, অথবা যেকোন যায়গায় অস্ত্র উদ্ধারে নিয়ে যাওয়া হউক।

আমরা বীর বাঙ্গালী জাতী...

হাতির মূল্য আছে, জাতির মূল্য নেই... ইরাক যুদ্ধের সময় বুশ আর টনি ব্লেয়ার মিলে একটা বৈঠক করছিলেন। এমন সময় পাশ দিয়ে যাচ্ছিলেন জাতিসংঘের মহাসচিব কফি আনান। হঠাৎ তিনি পাশ কেটে বললেন- আপনারা কি নিয়ে আলোচনা করছিলেন? কথার উত্তরে বুশ, ভাবছি আমরা ইরাকে টন টন বোমা ফেলে ৫ লক্ষ লোক হত্যা করবো আর একটা সাইকেলের টিউব ফুটো করে দিবো। কফি আনান অবাক হয়ে বললেন- সাইকেলের টিউব ফুটো করার রহস্যতো বুঝলাম না!!! বুশ হাস্যকরভাবে ব্লেয়ারকে উদ্দেশ্য করে বললো- বলেছিলাম না, সাইকেলের টিউব কেন ফুটো করব সবাই এট ার রহস্য সন্ধানে নেমে যাবে, কিন্তু কেন ৫ লক্ষ লোক হত্যা করলাম এটা নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। ইন্ডিয়ার পাহাড়ি ঢলের পানির সাথে একটি বুনো হাতিও নেমে এলো। মিডিয়া এখন হাতি নিয়ে ব্যস্ত, হাতি ৩দিন পানিতে সাতার কাটছে, হাতি না খেয়ে ক্লান্ত হয়ে গেছে, হাতির পেছনে ছুটছে ভারতীয়রা! আর এদিকে হাজার হাজার মানুষ অভুক্ত, অর্ধভুক্ত থেকে দিন কাটাচ্ছে টিনের চালে। মিডিয়ার সেদিকে কোন পাত্তাই নেই! মিডিয়াও হাতি উদ্ধারে লাইভ সম্প্রচার করে কিন্তু হাজার হাজার বন্যাপ্লাবিত মানুষের লাইভ সম্প্রচার করে না!!! হুঁশ ফিরেছে ভারতীয় হাতিটির, আফ
https://www.facebook.com/hasansblogbd/

আর কিছু নয়

Image
শোন, ওসব থাকুক আর কিছু নয় আমি সুন্দরের মদ হতে চেয়ে নিঃস্ব হবো ইচ্ছা মতো পাগল পাগল খালি বোতল ফাটাবো ।

ভালোবাসার ছল

Image
ছল চাতুরী যা-ই করি তোমায় পাবার আশে, মরা গাঙ্গে জোয়ার আসে পদ্মফুলও ভাসে...!!

সুখের আবেশে

Image
নাইবা আছে সোনা-রুপা, সপ্তডিঙ্গা মাধুকর থাকতে যদি তুমি পাশে- সুখি হতাম জীবনভর। #সুখের_ আবেশ

ফাগুনের গল্প

আমার চোখে বর্ষা-বাদল, আমার বুকে আগুন তোমার মনে উত্থাপাতাল, তোমার মনে ফাগুন!

খারাপের ভেলায়...

মুরগীর মুখে দাত খুঁজে পেতে পারো,  কিন্তু আমার মতো একটাও খারাপ মানুষ পাবেনা তুমি। ‪#‎ অসংজ্ঞায়ীত_আমি‬

এইডা কিছু হইলো...??

ঈদ সামালী, নতুন ড্রেস আর কেএফসিতে ট্রিট, দেয়নি কিছু হারামীটায়, শেইম শেইম অন শীট!! সুইট হারামী বিএফ, যাচ্ছে হয়তো লংড্রাইভে সে- সাথে নতুন জিএফ। হাগ করেছে বিএফ'কে সে, দেয়নি তবু গিফট! দেয়নি তাহার নতুন বাইকে একটুখানি লিফট। এইডা কিছু হইলো? ফ্রেন্ডসদের কাছে তাহার- ক্রেডিট কিছু রইলো!! বিএফ তাহার ভুল বুঝেছে ছাড়াই কোন রিজন, ইউ হ্যাভ টু বুঝতে হবে, এটাই প্রেমের সিজন..!! বুঝতে হবে ডিয়ার, ভালোবাসায় থাকবে কেন- লজ্জা কিংবা ফিয়ার।

বেহাল মন...

ভালোবাসাতো চাচ্ছিনা, আমিতো চাই শুধু- কেউ আমাকে বুঝুক; অন্তত বোঝার চেষ্টাটা করুক। মনটাকে করেই রেখেছি খোলা বইয়ের মতো, মনটাকে বানিয়ে নিয়েছি মনের আদলে গড়ে; আমার পাষাণ মন, আমার বেহাল উদাস মন। ভালোবেসে মরতে পারবোনা, মরতে পারবোনা বলেই ভালোবাসতে চাইনা; ভালোবেসেইতো মরণ। কামরুল হাসান, ঢাকা।

একটি কোমল মুখ...

আমি খুঁজেফিরি জনমানবের স্রোতে সারাক্ষণ; মুগ্ধনয়নে, শুভ্র শিশিরের প্রাতে, দুরন্ত কাঠপাটা দুপুরে, মিষ্টি গোধুলী লগ্নে, জোস্ন্যা স্নাত রাতে। আমার চোখজোড়া শিকার সন্ধানীরুপে মুহুর্তেই খুঁজেফেরে চর্তুরদিক; সবুজ শ্যামল বনে, উচ্ছল নদীর স্রো তে, বাহারী ফুলের কাননে, ব্যস্ত মানুষের মিছিলে- একটি প্রিয় কোমলমুখ তোমার, আজও খুঁজেফিরি তোমাকে... কামরুল হাসান। ১০ নভেম্বর ২০১৫

আশা

চল চাতুরী যা-ই করি তোমায় পাবার আশে, মরা গাঙ্গে জোয়ার আসে পদ্মফুলও ভাসে; #পাথুরেচুন

নস্ট রাতের কষ্টগুলো...

এতোটা আবেগতাড়িত কস্ট নিয়ে আগে কখনো কলম ধরিনি, অবশ্য ধরতে হয়নি বলেই ধরিনি। ভাবনা থেকে মাথায় যা আসতো তাই শুধু মনের দেয়ালে আর ফেসবুকের ওয়ালে গেঁথে রাখার চেষ্টা করেছি। আমার গোপন কস্টগুলো আমার দু'চোখে অশ্রুজলে না ভাসালেও আমার হৃদয়ে রক্ত ঝরায় ঠিকই। জীবন নামক ক্যালেন্ডারের পাতা থেকে অনেক সময়, অনেক মাস এবং কি অনেকগুলো বছরও ক্ষয়ে গেছে। ঠিক যেভাবে মন থেকে ক্ষয়ে গেছে আমার আবেগ, আমার অনুভুতি, আমার ভালোবাসা। শীতকালের গাছের মরা পাতার মতোই ইদানিংকালের আমার জীবনটাকে নিষ্প্রভ, নিষ্প্রাণ মনে হয়। মনের ভেতর ছোট্ট এক প্রশ্নের প্রচন্ড ঝড় ওঠে - "কেন বেচে আছি..?" অনেক বড় হয়েছি- শারীরিকভাবে, মানসিকভাবে। কিন্তু এখনও মনে হয় দ্বায়িত্বশীল মানুষ হতে পারিনি। বুঝতে পারিনি ছেলে হিসেবে মা-বাবার প্রতি কি দ্বায়িত্ব, ভাই হিসেবে ভাই-বোনের প্রতি কি দ্বায়িত্ব, পিতা হিসেবে সন্তানের প্রতি কি দ্বায়িত্ব, মানুষ হিসেবে সমাজের প্রতি কি দ্বায়িত্ব। বুঝতে পারিনি, কিছুই বুঝতে পারছিনা। আমার প্রিয় কবি নজরুলের কবিতার একটি লাইন "তুমি কি বুঝিবে বালা- যে আঘাত করে বুকের প্রিয়ারে, তার বুকে কতো জ্বালা"। সত্যি বলতে কি,

চাইলেই...

চাইলেই প্রেম করতে পারি- করছি নাতো, প্রেমের জলে ডুবতে পারি, ডুবছি নাতো!! মনের মতো মনটা খুজে পাচ্ছি নাতো, প্রহসনের উন্মাদনায় নাচছি নাতো!! তোমার জন্য মরতে পারি- মরছি নাতো, জীবন বাজী ধরতে পারি- ধরছি নাতো!! ইশরে....!!

সেলিব্রেটি...

আপনের পিছে দিনে-রাইতে ছেলে বুড়োর লাইন, আপনে অনেক সেলিব্রেটি আপনে অনেক ফাইন; আপনে হয়তো রাগ করিবেন জেনে হবেন বেজার হাল জামানায় প্রেম বাজারে, প্রেমিক হাজার হাজার; তবুও আমি একখান কথা কমু হয় যদি হোক ফাসি বাজার ঘুইরা যাচাই করেন, সস্তাপন্যর-ই কদর বেশী।