আমরা বীর বাঙ্গালী জাতী...

হাতির মূল্য আছে, জাতির মূল্য নেই...
ইরাক যুদ্ধের সময় বুশ আর টনি ব্লেয়ার মিলে একটা বৈঠক করছিলেন। এমন সময় পাশ দিয়ে যাচ্ছিলেন জাতিসংঘের মহাসচিব কফি আনান। হঠাৎ তিনি পাশ কেটে বললেন- আপনারা কি নিয়ে আলোচনা করছিলেন? কথার উত্তরে বুশ, ভাবছি আমরা ইরাকে টন টন বোমা ফেলে ৫ লক্ষ লোক হত্যা করবো আর একটা সাইকেলের টিউব ফুটো করে দিবো। কফি আনান অবাক হয়ে বললেন- সাইকেলের টিউব ফুটো করার রহস্যতো বুঝলাম না!!! বুশ হাস্যকরভাবে ব্লেয়ারকে উদ্দেশ্য করে বললো- বলেছিলাম না, সাইকেলের টিউব কেন ফুটো করব সবাই এটার রহস্য সন্ধানে নেমে যাবে, কিন্তু কেন ৫ লক্ষ লোক হত্যা করলাম এটা নিয়ে কেউ প্রশ্ন তুলবে না।
ইন্ডিয়ার পাহাড়ি ঢলের পানির সাথে একটি বুনো হাতিও নেমে এলো। মিডিয়া এখন হাতি নিয়ে ব্যস্ত, হাতি ৩দিন পানিতে সাতার কাটছে, হাতি না খেয়ে ক্লান্ত হয়ে গেছে, হাতির পেছনে ছুটছে ভারতীয়রা! আর এদিকে হাজার হাজার মানুষ অভুক্ত, অর্ধভুক্ত থেকে দিন কাটাচ্ছে টিনের চালে। মিডিয়ার সেদিকে কোন পাত্তাই নেই! মিডিয়াও হাতি উদ্ধারে লাইভ সম্প্রচার করে কিন্তু হাজার হাজার বন্যাপ্লাবিত মানুষের লাইভ সম্প্রচার করে না!!!
হুঁশ ফিরেছে ভারতীয় হাতিটির, আফসোস হুঁশ ফিরেনি বাঙ্গালী জাতীর।

Comments

Popular posts from this blog

একটি কোমল মুখ...

এইডা কিছু হইলো...??