একটি কোমল মুখ...

আমি খুঁজেফিরি জনমানবের স্রোতে
সারাক্ষণ; মুগ্ধনয়নে,
শুভ্র শিশিরের প্রাতে, দুরন্ত কাঠপাটা দুপুরে,
মিষ্টি গোধুলী লগ্নে, জোস্ন্যা স্নাত রাতে।

আমার চোখজোড়া শিকার সন্ধানীরুপে
মুহুর্তেই খুঁজেফেরে চর্তুরদিক;
সবুজ শ্যামল বনে, উচ্ছল নদীর স্রোতে,
বাহারী ফুলের কাননে, ব্যস্ত মানুষের মিছিলে-

একটি প্রিয় কোমলমুখ তোমার,
আজও খুঁজেফিরি তোমাকে...

কামরুল হাসান।
১০ নভেম্বর ২০১৫

Comments

Popular posts from this blog

এইডা কিছু হইলো...??