Posts

Showing posts from August, 2016

বৃষ্টিস্নাত সকাল.

বৃষ্টিভেজা তোমার মনে আমি কি আর আছি? প্রহসনের উন্মাদনায় সাপের মতোই নাচি....!! ‪#‎ আহঃ_বৃষ্টি‬

কেঁচো খুঁড়তে সাপ!!

কেঁচো খুঁড়তে গিয়ে একেবারে এনাকোন্ডা বেরিয়ে আসছে। মাস্টারমাইন্ড হাসনাত করিম আর বিদেশী জামাই ডেবিড বার্গম্যানকে এখনো জামাই আদর!! আজরাইল এবং আমাদের প্রশাসন এখনো এদের প্রতি এতো সদয় কেন? এদের পশ্চাৎদেশে ম্যাসেজিং এপস উইকার ও থ্রিমা এই দুটি ডাউনলোড দিয়েই তাদের জিজ্ঞাসাবাদ করে নারায়ণগঞ্জ র‍্যাবের কাছে হস্তান্তর করা হউক, অথবা যেকোন যায়গায় অস্ত্র উদ্ধারে নিয়ে যাওয়া হউক।

আমরা বীর বাঙ্গালী জাতী...

হাতির মূল্য আছে, জাতির মূল্য নেই... ইরাক যুদ্ধের সময় বুশ আর টনি ব্লেয়ার মিলে একটা বৈঠক করছিলেন। এমন সময় পাশ দিয়ে যাচ্ছিলেন জাতিসংঘের মহাসচিব কফি আনান। হঠাৎ তিনি পাশ কেটে বললেন- আপনারা কি নিয়ে আলোচনা করছিলেন? কথার উত্তরে বুশ, ভাবছি আমরা ইরাকে টন টন বোমা ফেলে ৫ লক্ষ লোক হত্যা করবো আর একটা সাইকেলের টিউব ফুটো করে দিবো। কফি আনান অবাক হয়ে বললেন- সাইকেলের টিউব ফুটো করার রহস্যতো বুঝলাম না!!! বুশ হাস্যকরভাবে ব্লেয়ারকে উদ্দেশ্য করে বললো- বলেছিলাম না, সাইকেলের টিউব কেন ফুটো করব সবাই এট ার রহস্য সন্ধানে নেমে যাবে, কিন্তু কেন ৫ লক্ষ লোক হত্যা করলাম এটা নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। ইন্ডিয়ার পাহাড়ি ঢলের পানির সাথে একটি বুনো হাতিও নেমে এলো। মিডিয়া এখন হাতি নিয়ে ব্যস্ত, হাতি ৩দিন পানিতে সাতার কাটছে, হাতি না খেয়ে ক্লান্ত হয়ে গেছে, হাতির পেছনে ছুটছে ভারতীয়রা! আর এদিকে হাজার হাজার মানুষ অভুক্ত, অর্ধভুক্ত থেকে দিন কাটাচ্ছে টিনের চালে। মিডিয়ার সেদিকে কোন পাত্তাই নেই! মিডিয়াও হাতি উদ্ধারে লাইভ সম্প্রচার করে কিন্তু হাজার হাজার বন্যাপ্লাবিত মানুষের লাইভ সম্প্রচার করে না!!! হুঁশ ফিরেছে ভারতীয় হাতিটির, আফ
https://www.facebook.com/hasansblogbd/

আর কিছু নয়

Image
শোন, ওসব থাকুক আর কিছু নয় আমি সুন্দরের মদ হতে চেয়ে নিঃস্ব হবো ইচ্ছা মতো পাগল পাগল খালি বোতল ফাটাবো ।